নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় তুহিন (১৮) নামের এক বাস হেলপার নিহত হয়েছে। আজ ৯ মার্চ বুধবার দুপুর সোয়া একটার দিকে উপজেলার বনপাড়া- হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা বিশ্ব রোডের পশ্চিম পাশে মশিন্দা মাঝপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন রাজশাহী জেলার পুঠিয়া থানার ঝলমলিয়া এলাকার আমিরুল ইসলামের ছেলে।
বনপাড়া হাইওয়ে পুলিশ জানায় আজ ৯ মার্চ বুধবার দুপুর সোয়া একটার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী বাস আদর স্পেশাল (রাজ মেট্রো-ব-১১-০০৭৭) এর সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের হেলপার তুহিন (১৮) গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তুহিনকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তুহিনের মৃতদেহ তার পরিবারের লোকজন গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হতে নিজ বাড়ি ঝলমলিয়া তে নিয়ে গেছে।
আরও দেখুন
নাটোরে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,জাতীয় ও দলীয় পতাকা উত্তলন স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মধ্যে দিয়ে নাটোরে ছাত্রদলের ৪৬ …