সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরের গুরুদাসপুরে শিক্ষার্থীদের উত্যক্ত করার অভিযোগে ৫ জনকে আটক

নাটোরের গুরুদাসপুরে শিক্ষার্থীদের উত্যক্ত করার অভিযোগে ৫ জনকে আটক

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে স্কুলে যাওয়া ও আসার পথে শিক্ষার্থীদের উত্যক্ত করায় ৫ বখাটেকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আজকেই বিকেলে উপজেলার খুবজীপুর ইউনিয়নের বামন বাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা সকলেই নাটোরের গুরুদাসপুর উপজেলার সীমান্তবর্তী সিংড়া উপজেলার বিলদহর গ্রামের বাসিন্দা।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান ও স্থানীয়রা জানান,গুরুদাসপুরের খুবজীপুর শ্রীপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল শেষে প্রতিদিনের মত আজও বাড়ীতে ফিরছিল। পথে খুবজীপুর বামন বাড়িয়া এলাকায় সড়কের উপর প্রকাশ্যে বখাটেরা তাদের উত্যক্ত করা সহ শরীরের বিভিন্ন স্থান স্পর্শ করার চেষ্টা করছিল।

এ সময় ওই ছাত্রীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে বখাটেদের আটক করে স্কুলে নিয়ে গিয়ে আটকে রাখে। পরে স্কুল কতৃপক্ষ পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এক অভিভাবকের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …