সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরের গুরুদাসপুরে “শাহনেওয়াজ আলী মেয়র জনকল্যাণ ট্রাস্ট’’ উদ্বোধন

নাটোরের গুরুদাসপুরে “শাহনেওয়াজ আলী মেয়র জনকল্যাণ ট্রাস্ট’’ উদ্বোধন



নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
নাটোরের গুরুদাসপুর পৌর এলাকার দুই হাজার কর্মহীন দরিদ্র পরিবারকে ত্রাণ সহায়তার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করল “শাহনেওয়াজ আলী মেয়র জনকল্যাণ ট্রাস্ট”।


শনিবার বেলা ১১টায় চাঁচকৈড় চৈতালীহাটা মোড়ে দরিদ্রদের মাঝে চাল বিতরণের মাধ্যমে ওই ট্রাস্টের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী।

এসময় ৮০ জন কর্মহীন দরিদ্র মানুষকে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এভাবে প্রতিদিন ৬০জন কর্মহীন মানুষকে ১০ কেজির ওই চাল সহায়তা দেবে “শাহনেওয়াজ আলী মেয়র জনকল্যাণ ট্রাস্ট”।


চলতি মাসের মধ্যে করোনা পরিস্থিতির উন্নতি না হলে শাহনেওয়াজ আলী মেয়র জনকল্যাণ ট্রাস্টের ত্রাণ সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ট্রাস্টের পরিচালক ইমরান শাহ ও আব্দুস সালাম মোল্লা।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …