আহত
নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর,,,,,,,,,,নাটোরের গুরুদাসপুরে যুবলীগ কর্মীদের হামলায় ছাত্রদল ও বিএনপির ১০
কর্মী আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর পৌর ছাত্রদলের আহবায়ক
শাকিল সহ অবস্থায় ৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি
করা হয়েছে। এই ঘটনায় বিএনপির কর্মীরা আওয়ামীলীগের ৫ সমর্থকের
বাড়ি ভাংচুর করেছে। শুক্রবার রাত ৯টার দিকে গুরুদাসপুরে উপজেলার মধ্যম
পাড়া এলাকায় এই ঘটনায় ঘটে।
স্থানীয়রা জানায়, প্রায় ৬ মাস আগে চাল ব্যাবসায়ী বিএনপি কর্মী
রাকিরের কাছে ৩০ বস্তাা চাল বাকিতে নেন হোটেল ব্যাবসায়ী ও
উপজেলার যুবলীগের যুগ্ন সাধারন আলমগীর হোসেন। গত ৩দিন ধরে
পাওনা টাকা চাওয়া নিয়ে বিএনপির কর্মী রাকিরের সাথে দ্বন্দ চলে
আসছিলো। শুক্রবার রাত ৯টার দিকে রাকিব সহ বিএনপি ও ছাত্রদলের
কর্মীরা চালের টাকা চাইতে যায়। এসময় আলমগীরের হোটেলের পাশে
থাকা যুবলীগের কর্মীরা ধারালো অস্ত্র দিয়ে ১০ জনকে কুপিয়ে জখম
করে।স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ৫
জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাত
১২টার দিকে মধ্যম পাড়া এলাকায় ৫ যুবলীগের কর্মীর বাড়ি ভাংচুর করে
বিএনপির নেতা-কর্মীরা।
গুরুদাসপুর থানার ওসি বলেন, চাল বিক্রির দ্বন্দ রাজনৈতিক রুপ
নিয়েছে। বাড়ি ঘরে হামলা বিষয়টি স্বীকার করে তিনি বলেন ঘটনাস্থলে
পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রে আনা হয়েছে।