সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের গুরুদাসপুরে মাস্ক না পড়ায় জরিমানা

নাটোরের গুরুদাসপুরে মাস্ক না পড়ায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে মাস্ক না পড়ায় ও স্বাস্থ্য বিধি প্রতিপালন না করায় ১৩ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বিকেলে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈর বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আবু রাসেল জানান, চলমান স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ অভিযানের অংশ হিসেবে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ১৩ জন স্বাস্থ্যবিধি না মানায় তাদের ১,৪০০/- টাকা জরিমানা করা হয় ও সকলকে মাস্ক পরিধানে উদ্বুদ্ধ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …