নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
নাটোরের গুরুদাসপুরে আবারও মাদকের বলি হলো মারুফ (১৯) নামের এক যুবক। সে চাঁচকৈড় পুরানপাড়ার কাঠ ব্যবসায়ী খইর শাহর ছেলে। ইতিপূর্বেও মাদকের করাল গ্রাসে গুরুদাসপুরের প্রায় শতাধিক তরুন জীবন থেকে অকালে ঝরে গেছে।
মারুফের পরিবার জানায়, বুধবার সকাল দশটার দিকে মারুফ মাদক সেবনের জন্য তার মায়ের কাছে কিছু টাকা চায়। টাকা না পেয়ে সে অভিমান করে। পরে ক্ষোভে নিজ বাড়িতেই গ্যাসট্যাবলেট সেবন করে। স্থানীয় হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে মারা যায় মারুফ।
সরেজমিনে জানা যায়, মারুফ দীর্ঘদিন ধরে মাদক সেবন করতো। সম্প্রতি তাকে মাদকমুক্ত করতে না পেরে তার পিতা বাড়ি থেকে অন্যত্র বসবাস করেন। এদিকে একমাত্র সন্তান মারুফকে হারিয়ে মা মুক্তি বেগমের আহাজারীতে আকাশ বাতাস যেন ভারি হয়ে আসছিল।
আরও দেখুন
হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।
নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …