নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
নাটোরের গুরুদাসপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনে বীর শহীদদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে ১২টা ১মিনিটে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সাংসদ আলহাজ্ব অধ্যাপক মো.আব্দুল কুদ্দুস।
পরে একে একে সুশঙ্খলভাবে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন ও নির্বাহী অফিসার মো.তমাল হোসেন,পৌর প্রশাসনের পক্ষ থেকে পৌর মেয়র মো.শাহনেওয়াজ আলী মোল্লা,গুরুদাসপুর থানা পুলিশ, বীরমুক্তিযোদ্ধাগণ,উপজেলা ও পৌর আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,সাংবাদিকগণসহ সর্বস্তরের জনসাধারন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের স্মরনে ১মিনিট নিরবতা পালন শেষে তাদের আতœার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।