নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসন আয়োজনে খুবজিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মহান ভাষা আন্দোলন সম্পর্কিত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে খুবজিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সেমিনার রুমে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে ওই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় ১০০জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো.তমাল হোসেন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক ছাত্র-ছাত্রীদের হাতে
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই তুলে দেন। প্রধান অতিথি অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের ভাষা আন্দোলন উপর কুইজ আকারে বিভিন্ন প্রশ্ন করেন।এছাড়াও অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের ভাষার উপর উপস্থিত বক্তৃতা দেওয়ার কথা বললে সাতজন ছাত্র-ছাত্রী ওই বক্তুতায় অংশগ্রহণ করে। ভাষার উপর উপস্থিত বক্তৃতা শুনে প্রধান অতিথি খুশি হয়ে ওই সাতজনকে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আমার এই আয়োজন মূলত ভাষার উপর ছাত্র-ছাত্রীদের জ্ঞানার্জন ঘটানো। আমাদের এই মহান ভাষা আন্দোলন সম্পর্কে ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রকৃত জ্ঞানার্জন ঘটানোই আমার মূল্য লক্ষ্য।
এছাড়াও বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.হাফিজুর রহমান,প্রধান শিক্ষক আনিসুর রহমান ও সহকারী শিক্ষক আফছানা বানু।