নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ও বাজার নিয়ন্ত্রণে রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয় কর্তৃক গুরুদাসপুর উপজেলায় বাজার পরিদর্শন করে ভোক্তা অধিকারের একটি দল।
আজ সকালে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজার এলাকায় প্রতিশুত পণ্য বা সেবা যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে ৪৫ ধারা মোতাবেক মল্লিক স্টোর ও বণিক ব্রাদার্স ষ্টোরকে ২০০০ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৩৮ ধারা মতাবেক আমিন ষ্টোরকে ২০০০টাকা জরিমানা করা হয়। উক্ত তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি তাদেরকে ভোক্তা অধিকার বিরোধী কার্যকলাপ সম্পর্কে সচেতন করা হয়।
অভিযানে সহয়তা করে গুরুদাসপুর থানা পুলিশের একটি দল। পবিত্র রমজান মাস উপলক্ষ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক শামসুল আলম।
আরও দেখুন
তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু
নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …