রবিবার , ডিসেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরের গুরুদাসপুরে বৃদ্ধকে কুপুয়ে হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

নাটোরের গুরুদাসপুরে বৃদ্ধকে কুপুয়ে হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে জমি নিয়ে বিরোধের জেরে বাবলু সাকিদার নামে এক বৃদ্ধকে গত ২৮ মার্চ রাত্রে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ আনোয়ার ও আয়নাল। প্রতিপক্ষরা একই এলাকার কিফাতুল্লা প্রামানিকের ছেলে। কিন্তু ঘটনার পর দীর্ঘ ৮ দিন পেরিয়ে গেলেও আসামী আটক করতে পরেনি পুলিশ। এ নিয়ে এলাকাবাসী ও পরিবার নিরুপায় হয়ে আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেন।

রবিবার সকালে উপজেলা নওপাড়া এলাকায় এ মানববন্ধন করেন এলাকাবাসী ও পরিবার। 
এ সময় মানববন্ধনে আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার ও ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য রাখেন- নিহত বাবলুর স্ত্রী হাজেরা বেগম, ছেলে লোকমান হোসেন, মেয়ে খালেদা খাতুন সহ এলাকাবাসী।

উল্লেখ্য, বাবলু সাকিদারের সাথে প্রতিবেশী আনোয়ার হোসেনের দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এনিয়ে আনোয়ার হোসেন বাবলু সাকিদারকে বেশ কয়েকবার হুমকিও দিয়েছে। রবিবার রাত ৯টার দিকে বাবলু সাকিদার পূর্ব নোয়াপাড়া গ্রামের রাস্তা দিয়ে বাড়ীর দিকে ফিরছিল। এ সময় কে বা কারা বাবলুকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। তবে ঘটনার সময় এলাকাবাসী প্রতিপক্ষ আনোয়ার হোসেনকে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যেতে দেখে এবং ঘটনাটি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করে মরদেহটি থানায় নিয়ে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন। 

পরে এ ঘটনায় নিহতের ছেলে লোকমান বাদী হয়ে একই গ্রামের আনোয়ার ও আয়নালকে আসামী করে থানায় মামলা করেন।

আরও দেখুন

ঢাকাস্থ সিংড়া কল্যাণ সমিতির সাধারণ

সম্পাদক গ্রেফতার নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,,,,ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদের ওপর হামলাকারী এনায়েত করিমরাঙ্গাকে নাটোরের সিংড়া …