সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরের গুরুদাসপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে দশম শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ,ধর্ষক আটক

নাটোরের গুরুদাসপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে দশম শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ,ধর্ষক আটক

নিজস্ব প্রতিবেদক,গুরুদাসপুরঃ

নাটোরের গুরুদাসপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে দশম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় এক রেষ্টুরেন্ট মালিককে গ্রেফতার করেছে পুলিশ। আজ ২৪ সেপ্টেম্বর সকালে গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড় বাজারস্থ গো-হাটা শ্রমিক অফিসের দোতলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কুটুমবাড়ী রেষ্টুরেন্ট মালিক সাইফুল ইসলাম চাঁচকৈড় কাঁচারীপাড়ার মৃত মহির উদ্দিনের ছেলে। এঘটনায় শিক্ষার্থীর খালু মনিরুজ্জামান থানায় ধর্ষন মামলা দায়ের করেন। ওসি মো.মোনারুজ্জামান জানান. রেস্টুরেন্টে প্রায়ই খাওয়ার সুবাদে মালিক সাইফুলের সাথে পরিচয় ওই শিক্ষার্থীর। এভাবে তাদের মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে রেস্টুরেন্ট মালিক সাইফুল ইসলাম ওই শিক্ষার্থীকে শ্রমিক অফিসের দোতলার একটি কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

এটা শিক্ষার্থীর পরিবারবর্গ জানলে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন রেস্টুরেন্ট মালিক। এভাবে প্রায়ই সেই শিক্ষার্থীকে ধর্ষণ করতে থাকে। আজ সকালে বিয়ের কথা হবে বলে সেই শিক্ষার্থীকে আবারো আসতে বলে শ্রমিক অফিসের দোতলার কক্ষে। কক্ষে এসে সেই শিক্ষার্থী বিয়ের কথা বললে টালবাহানা করতে থাকে। এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে। এতে আশেপাশের লোকজন জানতে পেরে ছুটে এসে ধর্ষকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে ধর্ষককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …