শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত এক

নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত এক

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্টে জসমত আলী (৩৮) নামের এক যুবক নিহত হয়েছে। আজ ৮ আগস্ট সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের মামুদপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে নিহত জসমত আলী একই গ্রামের জনৈক শরিফ উদ্দিনের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় গরুর গোয়াল ঘরে বিদ্যুতের সংযোগ দিতে যায় জসমত আলী। সংযোগ দেয়ার পূর্বে দাঁত দিয়ে ইলেকট্রিক তার কাটতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন জসমত। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় নাজিরপুর বাজারের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

উল্লেখ্য আজ সকাল সোয়া সাতটার দিকে সিংড়া উপজেলার সাতুয়া গ্রামে একজন বৃদ্ধ এবং লালপুরে একজন গৃহবধূ, সন্ধ্যায় গুরুদাসপুর এর একজন যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এ নিয়ে জেলায় মোট তিনজন বিদ্যুৎপৃষ্ঠে নিহত হলেন।

আরও দেখুন

বড়াইগ্রামে জামায়াতের ব্যাবসায়ী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া উপজেলা মডেল মসজিদ হল রুমে শুক্রবার বাদ জুম্মা জামায়াতে …