মঙ্গলবার , ডিসেম্বর ৩১ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু

নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রতন আলী (২১) এবং মিলন হোসেন (২৩) নামের দুই যুবকের মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানায়, মিলন হোসেন গুরুদাসপুর থেকে সিংড়ায় ধান কাটাতে গিয়ে ধান মাড়াইয়ের মেশিন লেদে নিয়ে মেরামত করার সময় সোমবার দুপুর ১২ টার দিকে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। মিলন নাজিরপুর ইউনিয়নের চকআদালত খাঁ গ্রামের মিজান আলীর ছেলে। এদিকে বিয়াঘাট ইউনিয়নের হামলাইকোল গ্রামের মকবুল হোসেনের ছেলে রতন সোমবার সন্ধায় হামলাইকোল এলাকায় একটি লিচু বাগানে বিদ্যুতের লাইনের সংযোগ দিতে গিয়ে হাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। এই অবস্থায় স্থানীয়রা তাঁকে গুরুদাসপুর স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও দেখুন

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটিরমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা …