রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর
নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ আসাদ নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার চাঁচকৈড় আনন্দনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের নির্মাণ কাজ করার সময় এ ঘটনা ঘটে। নিহত আসাদ নাটোর শহরের বনবেলঘড়িয়া এলাকার মোজাম্মেল হকের ছেলে।

আনন্দনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসরাত জাহান ও নির্মাণ শ্রমিকরা জানান, আজ সকালে মোঃ আসাদ ও অন্যান্য নির্মাণ শ্রমিক নির্মাণ কাজ শুরু করে। এক পর্যায়ে অসাবধানতা বশতঃ বিদ্যালয় ভবনের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সাথে তার কনুই লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবনের নীচে পড়ে যায়।

এ সময় অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …