শুক্রবার , জানুয়ারি ৩ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরের গুরুদাসপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে- আহত -২৫

নাটোরের গুরুদাসপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে- আহত -২৫

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ওই বাসের ২৫ জন যাত্রী আহত হন। আজ ৫ এপ্রিল বিকেল সাড়ে পাঁচটার দিকে গুরুদাসপুর থানার কাছিকাটা ১০ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার পুলিশ জানান, আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা হইতে কুষ্টিয়াগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো-ব-১৫-২৬৫৫ অন্য আর একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার নিচে নেমে যায়। এতে শ্যামলী পরিবহনে থাকা প্রায় ২৫ জন যাত্রী আহত হন। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন ।

আরও দেখুন

লালপুরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর  

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ৫টি অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ভাটা …