বৃহস্পতিবার , এপ্রিল ২৪ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরের গুরুদাসপুরে বাস চাপায় এক বৃদ্ধ নিহত

নাটোরের গুরুদাসপুরে বাস চাপায় এক বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে বাস চাপায় আসমত আলী (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। বুধবার দুপুর দুইটার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আসমত আলী ধারাবারিষা গ্ৰামের মৃত এসকেনদার প্রামাণিকের ছেলে।

বনপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, বুধবার দুপুর দুইটার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় মহাসড়ক অতিক্রম করার সময় ঢাকাগামী এস কে জননী নামের যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

পুলিশ ঘাতক বাস এবং এর চালককে আটক করতে পারেনি।

আরও দেখুন

বড়াইগ্রামে ৫নং মাঝঁগা ইউনিয়নে ২নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন সহযোগী সদস্য নিয়ে বিশাল সমাবেশ 

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৫ নং মাঝগাঁ ইউনিয়নের  (২ নং) ওয়ার্ডের আগ্রান -নুরদহ কর্তৃক …