মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরের গুরুদাসপুরে বজ্রপাতে একজনের মৃত্যু

নাটোরের গুরুদাসপুরে বজ্রপাতে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে মকবুল হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে তার শ্যালক। বৃহস্পতিবার বিকালে উপজেলার কচুগাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। মকবুল হোসেন একই উপজেলার বিলকাঠর গ্রামের মৃত সেকেন আলীর ছেলে এবং কচুগাড়ী গ্রামের মুন্নাফ হোসেনের মেয়ে জামাই।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে মকবুল হোসেন শ্বশ্বড়বাড়ি বেড়াতে আসে। বিকেলে আকাশে মেঘের গর্জনের সময় তিনি ও তার শ্যালক বাড়ির বাইরে যায়। এসময় হঠাৎ বজ্রপাত হলে দুজনই মাটিতে লুটিয়ে পড়েন। তাদের চিৎকারে স্থানীয় দুজনকে হাসপাতালে নেওয়ার পথে মকবুল হোসেন মারা যায়। পরে আহত সজিব আলীকে গুরুদাসপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …