রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরের গুরুদাসপুরে পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীকে সংবর্ধনা

নাটোরের গুরুদাসপুরে পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
১৬ই জানুয়ারী নাটোরের গুরুদাসপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনিত নৌকা প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র শাহনেওয়াজকে সংবর্ধনা জানিয়েছেন আওয়ামী লীগ ও এলাকার সর্বস্তরের জনসাধারন।

আজ বিকালে গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে ওই সংবর্ধনার আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগ। ওই সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী বর্তমান মেয়র শাহনেওয়াজকে ফুলের মালা গলায় দিয়ে সংবর্ধনা জানান আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

সংবর্ধনানুষ্ঠান শেষে জমায়েত আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও কর্মীগণ বানানো নৌকা নিয়ে আনন্দ মিছিল নিয়ে বাজার হয়ে উপজেলা আওয়ামী লীগ পার্টি অফিসে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন,বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারী.উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান ও পৌর আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম।

এসময় বক্তরা মানননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল বারী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ সভাপতি আহাম্মদ আলী মোল্লাসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …