রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরের গুরুদাসপুরে পুকুর থেকে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার

নাটোরের গুরুদাসপুরে পুকুর থেকে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,গুরুদাসপুর:

নাটোরের গুরুদাসপুরের পুকুর থেকে সিরাজুল ইসলাম এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে উপজেলার নাজিরপুর নতুনপাড়া এলাকায় রাশিদুল ইসলামেরর একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সিরাজুল ইসলাম উপজেলার গোপীনাথপুরের মৃত সিফাত আলীর ছেলে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান ও স্থানীয়রা জানান, গতকাল বাড়ী থেকে বের হয় সিরাজুল ইসলাম। এরপর তিনি আর বাড়ীতে ফিরে যায়নি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি। আজ সকালে নাজিরপুর নতুন পাড়া এলাকার ওই পুকুর পাড় দিয়ে মানুষজন চলাচল করার সময় পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরৎহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়। তবে মৃত্যুর সঠিক কারন জানাতে পারেনি পুলিশ। প্রাথমিক ভাবে ধারনা করেন, হয়তো রাতের অন্ধকারে পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় পুকুরে পড়ে মারা গেছে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …