মঙ্গলবার , জানুয়ারি ৭ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরের গুরুদাসপুরে পিকআপ ভ্যানের চাপায় এক বৃদ্ধ নিহত

নাটোরের গুরুদাসপুরে পিকআপ ভ্যানের চাপায় এক বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুর কাছিকাটা বিশ্বরোড মোড়ে পিকআপ ভ্যানের চাপায় পথচারী সালেম প্রামানিক (৫৮) নিহত হয়েছে। আজ ১৮ এপ্রিল রবিবার বিকেল সাড়ে চারটার দিকে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা বিশ্বরোড মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সালেম উপজেলার রাণীনগর গ্ৰামের মৃত-কোমল প্রামানিকের ছেলে।

বনপাড়া হাইওয়ে পুলিশ জানায়, আজ বিকেল সাড়ে চারটার দিকে সালেম প্রামাণিক নামের এক বৃদ্ধ পথচারী রাস্তা পার হতে যান। এসময় একটি মিনি পিকআপ ঢাকা মেট্রো-ন-১৭-০১৮৩ দ্রুতগতিতে যাওয়ার সময় ওই পথচারীকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সালেম প্রামানিকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করতে পারেনি।

আরও দেখুন

দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে দেশের মানুষকে ভোট দেওয়ার সুয়োগ করে দিন- দুলু

নিজস্ব প্রতিবেদক,……………… বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, …