সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরের গুরুদাসপুরে পিকআপ খাদে পড়ে ৬ জন নিহত

নাটোরের গুরুদাসপুরে পিকআপ খাদে পড়ে ৬ জন নিহত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে কাছিকাটা টোল প্লাজা এলাকায় ট্রাক উল্টে খাদে পড়ে ৬জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ ৮ আগস্ট (শনিবার) দুপুরে নাটোরের গুরুদাসপুরের কাছিকাটা এলাকায় যাত্রী বোঝাই পিকআপ খাদে পড়ে মহিলাসহ ৬ জন নিহত এবং তিন শিশু গুরুতর ভাবে আহত হয়েছে। এছাড়া এসময় আহত আরো ৫জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে গুরুদাসপুর উপজেলার নির্বাহী অফিসার তমাল হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি যাত্রীবাহী ট্রাক ঢাকার দিকে যাচ্ছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। হতাহতদের চারজনের বাড়ি, কুষ্টিয়া, মেহেরপুর, টাঙ্গাইল এবং গুরুদাসপুর উপজেলায়।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …