নিজস্ব প্রতিবেদক:নাটোরের গুরুদাসপুরের নাজিরপুরে ডোবার পানিতে পড়ে কারিমা নামের ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে এই ঘটনা ঘটে। নিহত কারিমা উপজেলার নাজিরপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের কামাল হোসেনের মেয়ে।কারিমার বাবা কামাল হোসেন জানান, শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কারিমা বাড়ি থেকে খেলতে বের হয়। এরপর তাকে খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যাচ্ছিল না। একসময় শিশুদের মধ্যে একজন জানায় যে কারিমা বাড়ির পাশের ডোবার দিকে গেছে। তখন সবাই মিলে ডোবার পানিতে নেমে খোঁজাখুঁজি করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে মৃত অবস্থায় তারা উদ্ধার করে। কামাল হোসেন আরও জানান, কারিমা একজন মৃগী রোগী ছিল।
আরও দেখুন
নাটোরে আন্তঃ ক্যাডার বৈষম্য নিদর্শন এর দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৫ টি ক্যাডারের (বিসিএস প্রশাসন ক্যাডার বাদে) সমন্বয়ে গঠিত আন্তঃক্যাডার বৈষম্য …