নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে নদীর পানিতে ডুবে মদিনা খাতুন (০৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার যোগেন্দ্রনগর এলাকায় আত্রাইয়ের শাখা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মদিনা একই এলাকার মাজেদ হোসেনের মেয়ে।
গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে শিশু মদিনা খাতুন তার অন্য সহপাঠিদের সাথে নদীর ধারে খেলতে যায়। একপর্যায়ে সে সবার অগোচরে নদীর পানিতে পড়ে যায়। স্থানীয়রা পানিতে নেমে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরবর্তীতে রাজশাহী থেকে ডুবুরী এসে দীর্ঘক্ষণ চেষ্টা করে মদিনা খাতুনের মরদেহ উদ্ধার করে।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …