নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর
নাটোরের গুরুদাসপুরে দোকানের বাকী টাকা চাওয়া নিয়ে কথাকাটি এক পর্যায়ে বিক্রেতা ও ক্রেতার উভয় পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছে। গতকাল রাত্রি ৮টায় গুরুদাসপুর উপজেলার শিকারপাড়া গ্রামে ওই ঘটনাটি ঘটেছে।
আহতরা হলেন শিকারপাড়া গ্রামের মৃত হাকিম উদ্দিনের ছেলে আব্দুর রহিম, মৃত কলিমদ্দিনের ছেলে আনছের আলী, রহিমের ছেলে আনিছুর রহমান এবং চরপাড়া গ্রামের সোবহানের ছেলে সাইফুল ইসলাম। এঘটনায় গুরুতর জখম আব্দুর রহিমের ছেলে আনিছুর রহমান বাদী হয়ে প্রতিপক্ষ সাইফুল, সোহরাফ, নাইবুর, আশরাফ আলীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী আনিছুর রহমান জানান, মশিন্দা চড়পাড়া গ্রামের আব্দুস সোবহানের ছেলে সাইফুল ইসলাম আমার কীটনাশকের দোকানে বাঁকিতে ১৫ হাজার টাকার সার-কীটনাশক ক্রয় করেন। সেই টাকা পরিশোধ না করেই মুদিখানা দোকানের এক প্যাকেট কয়েল কালকে টাকা দিবো বলে বাঁকিতে নেয়। সেই কয়েলের টাকা চাওয়ার কারনে আমাকে মারপিট করে।
এসময় আমার পিতা আব্দুর রহিম ও চাচা আনছের আলী প্রতিবাদ করলে সাইফুলসহ অভিযুক্তরা আমার পিতা ও চাচাকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। আমার পিতা ও চাচার অবস্থা গুরুতর হওয়া গুরুদাসপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেলে ভর্তি করিয়েছি।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. মোজাহারুল ইসলাম বলেন,আনিছুর রহমানের অভিযোগ পেয়েছি। মামলার প্রস্তুতি চলছে।
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …