নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরের গুরুদাসপুরে দেশীয় অস্ত্রসহ ৮ সন্দেহভাজন ডাকাত আটক

নাটোরের গুরুদাসপুরে দেশীয় অস্ত্রসহ ৮ সন্দেহভাজন ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের গুরুদাসপুরে ডাকাতির প্রস্তুতির কালে ৮ সন্দেহভাজন ডাকাতকে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ। ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় ডাকাতদের নিকট হতে দেশীয় অস্ত্র, হলুদ রংয়ের একটি পিকআপ, ১টি তালাকাটার যন্ত্র ও হেক্স মেশিন,৭টি হেক্স ব্লেড ২টি লোহার পাইপসহ জব্দ করা হয় । গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান, তার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার বনপাড়া হাটি কুমরুল মহাসড়কের কাছিকাটার টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি পিকআপ থাকা কিছু লোককে সন্দেহ হলে তাদের ধাওয়া করে পুলিশ। এ সময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেখান থেকে পুলিশ ওই পিকআপ থেকে আটজনকে আটক করে। আটককৃতরা হলো মুন্সিগঞ্জ জেলার শ্রী নগর থানার খোদাই বাড়ি গ্রামের মৃত আব্দুল জলিল বেপারীর ছেলে মোঃ আমিনুল ইসলাম(৬৬),বরিশাল জেলার হিজলা থানার নরসিংহপুর গ্রামের আব্দুর রহমান খানের ছেলে ট্রাক ড্রাইভার মোঃ ওলি উদ্দিন খান(৩২), ঢাকা জেলার কামরাঙ্গীর চর থানার নবী নগর গ্রামের মৃত্যু আব্দুল আওয়ালের ছেলে মোঃ ইমরান খান(২৩), জয়পুরহাটের মজিব নগর গ্রামের মোঃ মফিজের ছেলে মোঃ মোসলেম(৪৩), গাইবান্ধা জেলার পলাশ বাড়ি থানার কেশবপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে আব্দুল গাফ্ফার(৪২), একই এলাকার জাইতরবালা গ্রামের মৃত্যু আসকর আলী মন্ডলের ছেলে মজনু মিয়(৩৪), শকুনা কেশবপুর গ্রামের মঙ্গলার ছেলে অমল কুমার(২৭) ও চকবালা গ্রামের মোঃ আমিনের ছেলে এমরান হোসেন(১৮)। ও নীল রংয়ের রেজিষ্টে্রশন বিহীন একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.উজ¦ল হোসেন আরো বলেন, আটকৃত ডাকাতদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি অস্ত্র ও মামলা রয়েছে। শুক্রবার থানায় তাদের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

আরও দেখুন

সিংড়ায় ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের ঈদ পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় সাবেক ও বর্তমান সাথী, সদস্য এবং দায়িত্বশীলদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। …