মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরের গুরুদাসপুরে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে আহত ৫

নাটোরের গুরুদাসপুরে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে আহত ৫

নিজস্ব প্রতিবেদক: 
নাটোরের গুরুদাসপুরে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে আহত ৭ । গত ৩ ফেব্রুয়ারি উপজেলার নাজিরপুর ইউনিয়নের কুমারখালী উত্তরপাড়া গ্ৰামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ভূক্তভোগী আলহাজ্ব আলী জানান, ৩ ফেব্রুয়ারি বেলা এগারোটার দিকে প্রতিবেশী রেকাত আলীর পুকুরের পাড়ে প্যাম্পার্স ফেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে রেকাত আলী এবং তার সন্তানেরা দেশীয় অস্ত্র নিয়ে আলহাজ্ব আলী এবং তার সন্তানদের উপর হামলা করে। পরে নাজিরপুর বাজারে আবারও দ্বিতীয় দফা হামলা করে বহিরাগত সন্ত্রাসীরা।

হামলায় আলহাজ্ব আলী (৫৫) মৌসুমী খাতুন (২৫), মিজানুর রহমান(৩৫), বাবু আলী, ওসমান আলী, জাহিদ হোসেন(২৮), উজ্জ্বল আলি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহত আলহাজ্ব জানান, এই ঘটনায় তিনি নিজে বাদী হয়ে আজ সোমবার রেকাত আলীকে প্রধান করে ৭জনের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় এজাহার দায়ের করেন। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, এজাহার দায়েরের পর পুলিশ রবিউল ইসলাম নামে একজনকে আটক করেছে।
পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে বিবাদী রেকাত আলীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

আরও দেখুন

সিংড়ার শুকাশ ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংড়া উপজেলার শুকাশ ইউনিয়নে সেটআপ প্রোগ্রাম (কমিটি গঠন) সম্পন্ন হয়েছে। …