শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরের গুরুদাসপুরে তিনটি মন্দির ও শ্মশানের উদ্বোধন

নাটোরের গুরুদাসপুরে তিনটি মন্দির ও শ্মশানের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
সমগ্র দেশের সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কার প্রকল্প এর আওতায় উপজেলার নাজিরপুর দুধগাড়ি এলাকার নবনির্মিত শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির এর শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ ১৩ জুলাই বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে এই মন্দিরের উদ্বোধন করা হয়। দশ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্ৰাম) আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস। উদ্বোধন করলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্রী তপন কুমার সেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সাধারণ সম্পাদক এডভোকেট প্রসাদ কুমার তালুকদার, প্রফেসর সুবীধ মৈত্র অলোক সহ আরো অনেক। সভাপতিত্ব করেন নাজিরপুর দুধগাড়ি শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির কমিটির সভাপতি ধীরেন্দ্রনাথ ঘোষ। এলাকায় আরো প্রত্যেকটি দশ লক্ষ টাকা ব্যয়ে একটি মন্দির ও একটি শ্মশানের উদ্বোধন করা হয়।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …