রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরের গুরুদাসপুরে ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক ২

নাটোরের গুরুদাসপুরে ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক: নাটোরের গুরুদাসপুরে ট্যাবলেট সহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশের একটি টিম। আজ ১১ জুলাই বৃহস্পতিবার সাড়ে চারটার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারে অভিযান পরিচালনা করে লিটন আলী (৫৭) এবং হাসান আলী (২৪)কে আটক করে। আটক লিটন আলী উপজেলার চাঁচকৈড় খলিফাপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিন সরদারের ছেলে এবং হাসান আলী উপজেলার ধারাবারিষা গ্ৰামের আঃ আজিজের ছেলে। এসময় আটককৃতদের হেফাজত হতে ১০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল আজ বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারে একটি অভিযান পরিচালনা করে। এ সময় লিটন এবং হাসান এর দেহ তল্লাশি করে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …