রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের গুরুদাসপুরে ছুরিকাঘাতে এক স্কুল শিক্ষিকা নিহত

নাটোরের গুরুদাসপুরে ছুরিকাঘাতে এক স্কুল শিক্ষিকা নিহত

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর
নাটোরের গুরুদাসপুরে ছুরিকাঘাতে মঞ্জু আরা খাতুন নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছে। মঙ্গলবার রাত দশটার দিকে এই ঘটনা ঘটে। নিহত মঞ্জু আরা খাতুন উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত নজিম উদ্দিন এর মেয়ে এবং বৃকাশো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাহার আলী জানান, নিহত মঞ্জু আরা খাতুন রাত দশটার দিকে তার নিজ ঘরে ঘুমাচ্ছিল। এ সময় কে বা কারা তার ঘরে ঢুকে তাকে মাথায় উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণ জনিত কারণে ঘটনাস্থলেই মঞ্জু আরার মৃত্যু হয়। তবে সুরতহাল রিপোর্টে ধারণা করা হচ্ছে তাকে হয়তো ধর্ষণের চেষ্টা করা হয়েছিল।

পুলিশ বলছে নিহতের মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ কর্মকর্তা আরও জানান, শিক্ষিকা মঞ্জু আরা তালাকপ্রাপ্তা ছিলেন এবং তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …