সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরের গুরুদাসপুরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার নাজিরপুর ইউনিয়নের পাঁচপুরুলিয়া গ্রামে গত সোমবার সকালে এ ঘটনা ঘটে।

প্রতিবেশি ইয়াকুব আলীর ছেলে মিলন হোসেন (১৮) টিভি দেখার সময় ওই শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ঘটনার পর থেকে অভিযুক্ত মিলন পলাতক রয়েছে। শিশুটির মায়ের অভিযোগ, সোমবার সকালে প্রতিবেশি ইয়াকুব আলীর বাড়িতে শিশুটি টিভি দেখতে যায়। সে সময় মিলন ঘর আটকিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এরপর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করে অভিযুক্তের পরিবার। অভিযুক্তদের পরিবার আমাদের দুইদিন থানাতে আসতে বাধা প্রদান করেছেন বলে তিনি জানান।

এ ঘটনায় অভিযুক্ত মিলনের চাচাতো বড় ভাই আত্তাব বলেন, ভিকটিমের বড় বোনের সাথে পূর্বে মিলনের বড় ভাইয়ের প্রেমের সম্পর্ক ছিলো। ওই সময় থেকেই পরিবার দু’টির মাঝে দূরত্ব তৈরী হয়। যার কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে তিনি মন্তব্যে করেন। তবে অভিযুক্ত মিলনের মা বানেছা বেগম বলেন, ওইদিন শিশুটি যখন টিভি দেখতে আমার বাড়িতে আসে তখন আমি বাড়িতে রান্না করতে ছিলাম। আমার ছেলে কোন অন্যায় করলে অবশ্যই আমি জানতে পারতাম। আমার সন্তানকে মিথ্যা অভিযোগ দিয়ে মামলা দেওয়া হয়েছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাহারুল ইসলাম বলেন, মামলার প্রস্তুতি চলছে। ধর্ষণের চেষ্টাকারী মিলনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …