রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / Uncategorized / নাটোরের গুরুদাসপুরে গাঁজাসহ দুই জন আটক

নাটোরের গুরুদাসপুরে গাঁজাসহ দুই জন আটক

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে গাঁজাসহ মোস্তাফিজুর রহমান(৪৯) ও শরিফুল ইসলাম (৩০) নাম দুই জনকে আটক করেছে র‌্যাব। রবিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার রওশনপুর গ্রাম থেকে ১কেজি ৩শ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।

ধৃত মোস্তাফিজুর রহমান উপজেলার সোনাবাজু গ্রামের মৃত গুলমোহাম্মদ সরদারের ছেলে ও শরিফুল উপজেলার ঝাউপাড়া গ্রামের আশরাফ ফকিরের ছেলে র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার এএসপি মোহাম্মদ মাসুদ রানার নেতৃত্বে রবিবার রাত সাড়ে আটটার দিকে র‌্যাবের একটি অপারেশন উপজেলার রওশনপুর এলাকায় অভিযান চালিয়ে বিক্রয় কালে ১ কেজি ৩শ গ্রাম গাঁজাসহ মোস্তাফিজুর এবং আরিফুলকে হাতেনাতে আটক করে।

এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে তারা এই গাঁজা সংরক্ষণ এবং বিক্রয়ের কথা জনসমক্ষে শিকার করে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর লালপুর থানায় হস্তান্তর করা হয়।

আরও দেখুন

১০ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে জিংক ধানের বীজ বিতরণ

 নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামসহ সাতটি উপজেলার ১০ হাজার ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত মানের …