শুক্রবার , এপ্রিল ১১ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরের গুরুদাসপুরে কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নাটোরের গুরুদাসপুরে কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক,গুরুদাসপুর:

নাটোরের গুরুদাসপুরে একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মারি ব্রিজ এলাকায় এঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, সন্ধ্যার দিকে সিরাজগঞ্জ থেকে প্রাণ কোম্পানির মালামাল নিয়ে একটি কাভার্ড ভ্যান নাটোরের দিকে আসছিল।

এসময় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মারি ব্রিজ এলাকায় পৌঁছালে ২০/২২ জন যুবক কাভার্ড ভ্যানটির (ঢাকা মেট্রো উ-১২-৩৬২৩) গতি রোধ করে চালককে মারধর করে নামিয়ে দেয়। পরে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায় তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। এঘটনায় কাভার্ড ভ্যানটির সামনের অংশ পুড়ে গেলেও মালামালের কোন ক্ষয়ক্ষতি হয়নি। সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও দেখুন

গুরুদাসপুরে চাঁচকৈড় হাটের খাসজমি

বিক্রি, পাকা ঘর নির্মাণের অভিযোগ নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় মাছ বাজারে …