নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
নাটোরের গুরুদাসপুরে করোনা পরিস্থিতি মোকাবেলায় করোনা সংক্রান্ত তথ্য ও সহায়তা কেন্দ্র এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ব্যবস্থা চালু করেছে উপজেলা প্রশাসন। এই তথ্য ও সহায়তা কেন্দ্রে করোনা উপসর্গ রোগীদের জরুরী চিকিৎসা সেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সমন্বয়ে গঠিত বিশেষ মেডিকেল টিম এবং ৪৫ সদস্যসের স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়। স্বেচ্ছাসেবক টিমটিকে কর্মহীন হতদরিদ্র মানুষদের খাদ্য সহায়তার জন্য সব সময় প্রস্তুত রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ইতি মধ্যে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৫ জন রোগীকে রাখা হয়েছে। সার্বক্ষন তাদের খোঁজখবর রাখছেন উপজেলা প্রশাসন। এই তথ্য কেন্দ্রে ০১৩১৫-১৭১৩৫৪ ও ০১৭৮৯-২৮৯০০০ এই দুইটি হটলাইন নাম্বার সব সময় চালু রাখা হয়েছে।
কেউ এই দুইটি নাম্বারে যোগাযোগ করা মাত্রই দ্রæত করোনা উপসর্গ হলে রোগী হলে মেডিকেল টিম ঘটনাস্থলে যাবেন। এছাড়াও কোন কর্মহীন মানুষের খাদ্য সহায়তার প্রয়োজন হলে স্বেচ্ছাসেবক টিম দিয়ে সেই সকল মানুষদের বাড়ীতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / গুরুদাসপুরে তথ্য-সহায়তা কেন্দ্র ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ব্যবস্থা চালু
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …