মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরের গুরুদাসপুরে ‘করোনা’ প্রতিরোধে জরুরী সভা

নাটোরের গুরুদাসপুরে ‘করোনা’ প্রতিরোধে জরুরী সভা

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
‘করোনা’ ভাইরাস প্রতিরোধে নাটোরের গুরুদাসপুরে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃংখলা সভায় ওই জরুরী সভা করেন উপজেলা প্রশাসন।

সভার প্রধান অতিথি সাবেক প্রতিমন্ত্রী আব্দুল কুদ্দুস এমপি বলেন, “গুরুদাসপুর পৌরসভা নোংরা আবর্জনায় ভরা। প্রথম শ্রেনির ছোট্ট পৌরসভার চাঁচকৈড় হাটে যাতায়াত করা যায়না। চলাচলের পথগুলোও দোকানদারদের দখলে। এসব দোকান থেকে হাটের নামে টোল নেয়া হলেও হাট পরিস্কার হয়না।”


জরুরী সভায় উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, “চাঁচকৈড় হাটের কার্যক্রম শেষ হলেও তাৎক্ষনিক পরিস্কার করা হয়না। বয়লার মুরগীর বাজারগুলোও থাকে অপরিস্কার।”
পৌর মেয়র শাহনেওয়াজ আলী মুঠোফোনে বলেন, “পৌরসভা থেকে নিয়মিত ময়লা আবর্জনা পরিস্কার করা হয়। তারপরও নভেল ‘করোনা’ প্রতিরোধে পরিচ্ছন্নতার ব্যাপারে আরও গুরুত্ব দেয়া হচ্ছে।”

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম ‘করোনা’ ভাইরাসে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে সচেতনতা ও নির্দেশনামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সভাপতি ইউএনও তমাল হোসেন বলেন, বুধবার চাঁচকৈড় হাটে বিশেষ পরিস্কার অভিযান চলবে।

আরও দেখুন

গুরুদাসপুরে মাদ্ধসঢ়;রাসার বার্ষিক ফলাফল

ঘোষণা ও পুরস্কার বিতরনী সভা নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর ,,,,,,,,,,,,,,,,,,,,গুরুদাসপুরে সাউতুল কুরআন মাদ্ধসঢ়;রাসার বার্ষিক ফলাফল ঘোষণা …