মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরের গুরুদাসপুরে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত

নাটোরের গুরুদাসপুরে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম” জাতির জনক বঙ্গবন্ধুর এই শ্লোগানকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে র‌্যালি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

আজ দুপুরে গুরুদাসপুর উপজেলা প্রশাসন আয়োজনে প্রধান অতিথি স্থানীয় সাংসদ আলহাজ্ব অধ্যাপক মো.আব্দুল কুদ্দস এম.পি মহোদয়ের অংশগ্রহনে বর্ণাঢ্য র‌্যালি পরিষদের আমবাগান চত্বর হতে বের হয়ে বাজার হয়ে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো.তমাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,স্থানীয় সাংসদ আলহাজ্ব অধ্যাপক মো.আব্দুল কুদ্দুস।

তিনি তার বক্তব্যে এধরনের আয়োজন করার জন্য উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেনকে ধন্যবাদ জানিয়ে বলেন,৭ই মার্চে জাতির জনকের ঐতিহাসিক ভাষনের কারণেই আজ আমরা বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। এই ভাষনের কারণে এদেশের বীরমুক্তিযোদ্ধাগণ মুক্তিযুদ্ধে আরও সাহসী হয়ে পাক সেনাদের বিরুদ্ধে ঝাপিয়ে পড়ে এদেশকে স্বাধীন করেছেন। তাই নতুন প্রজন্মকে এই ঐতিহাসিক ভাষনের সারমর্ম সম্পর্কে ছাত্র-ছাত্রীদেরকে জ্ঞাত করার জন্য প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণকে অনুরোধ করেন।

এছাড়াও বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন.গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো.মোজাহারুল ইসলাম। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পী ছাড়াও দেশবরেণ্য অনেক শিল্পীরা তাদের গান,নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন।

এসময় গুরুদাসপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মো.আলাল শেখ,মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.রোকসানা আক্তার, পৌর আওয়ামীলীগের সভাপতি আরিফুল ইসলাম বিপ্লব,সাধারন সম্পাদক রেজাউল করিম সবুজ,উপজেলা আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

গুরুদাসপুরে মাদ্ধসঢ়;রাসার বার্ষিক ফলাফল

ঘোষণা ও পুরস্কার বিতরনী সভা নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর ,,,,,,,,,,,,,,,,,,,,গুরুদাসপুরে সাউতুল কুরআন মাদ্ধসঢ়;রাসার বার্ষিক ফলাফল ঘোষণা …