সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরের গুরুদাসপুরে একটি কলেজে বোমা আতঙ্ক

নাটোরের গুরুদাসপুরে একটি কলেজে বোমা আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের   গুরুদাসপুরে   বঙ্গবন্ধু   টেকনিক্যাল   বিজ্ঞান   ও   তথ্য প্রযুক্তি   অ্যান্ড   বিজনেস   ম্যানেজমেন্ট   ইনস্টিটিউট   কলেজে বোমা আতঙ্ক বিরাজ করছে। শনিবার সকাল থেকে কলেজটি আতঙ্কছড়িয়ে পড়ে। বিষয়টি নিশ্চিত হতে ঢাকার বোম ডিস্পোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে।

গুরুদাসপুর   থানার   ওসি   মোহাঃ   মোনোয়ারুজ্জামান   জানান,অধ্যক্ষের কার্যালয়ের সামনে কে বা কারা প্লাষ্টিকের বস্তা রেখে যায়।   তাতে   প্রিন্সিপাল   সাইদুল   ইসলামের   ঠিকানাসহ আমরুপালি আম আছে বলে উল্লেখ করা হয়েছে। বিষয়টি কলেজ কর্তৃপক্ষের নজরে এলে প্রেরকের নাম ঠিকানা বিহিন বস্তা দেখেতাদের  সন্দেহ   সৃষ্টি  হয়।   পরে   তারা  বিষয়টি   পুলিশ  ও   র‌্যাবকে জানায়। ঘটনাটি নিয়ে আতংক ও সন্দেহ সৃষ্টি হওয়ায় বোম ডিস্পোজাল   ইউনিটকে   খবর   দেয়া   হয়েছে।   ঘটনাস্থলে   উৎসুক জনতার ভীড় বাড়ছে। 

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …