নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে রোকেয়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিককে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়াও একই এলাকায় মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে বীথি ফার্মেসি নামে এক ঔষধ এর দোকানকে চার হাজার টাকা জরিমানা করা হয়।
আজ ৫ সেপ্টেম্বর সোমবার বেলা এগারোটার দিকে ঐ ক্লিনিকে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট রাখার অপরাধে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা শাখার সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় গুরুদাসপুর উপজেলার গুরদাসপুর বাজার এলাকায় মেসার্স বিথী ফামের্সীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ৫১ ধারা মোতাবেক চার হাজার টাকা ও একই এলাকায় রোকেয়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিকে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট রাখার অপরাধে ৫১ ধারা মোতাবেক ত্রিশ হাজার টাকা জরিমানা করেন।
মেহেদী হাসান তানভীর আরো জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …