বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরের গুরুদাসপুরে উপজেলা পর্যায়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচীর উদ্বোধন

নাটোরের গুরুদাসপুরে উপজেলা পর্যায়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচীর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক,গুরুদাসপুর:

নাটোরের গুরুদাসপুরে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

আজকেই সকালে আনুষ্ঠানিকভাবে উপজেলার দক্ষিণ নাড়িবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মুখে প্যাকেটজাত দুধ তুলে দিয়ে এই কর্মসূচীর উদ্বোধন করেন  প্রধান অতিথি স্থানীয় সাংসদ মো.আব্দুল কুদ্দুস।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রারম্ভে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শ্রাবণী রায়ের সভাপতিত্বে এই প্রাথমিক বিদ্যালয়ের এক শেণিকক্ষে উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন,প্রধান অতিথি স্থানীয় সাংসদ মো.আব্দুল কুদ্দুস,ভাইস চেয়ারম্যান মো.আলাল শেখ, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ডাঃ মো.আলমগীর হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক স্তরের কর্মকর্তা  জাহাগীর হোসেন, প্রধান শিক্ষক শর্মিলী আক্তার প্রমুখ।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …