রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরের গুরুদাসপুরে ইটভাটায় অভিযান,২৭ লাখ টাকা জরিমানা

নাটোরের গুরুদাসপুরে ইটভাটায় অভিযান,২৭ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের গুরুদাসপুরে পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়ে ২৭লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজকেই দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে পাঁচটি ইটভাটার অভিযান পরিচালনা করে ওই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে উপজেলার আমজাদ-মফিজ ব্রিকস ইটভাটাকে ৫ লাখ,মেসার্স ভাই-ভাই এন্টার প্রাইজকে ৫ লাখ, এম.জেড.বি ব্রিকস ৬লাখ. এম.বি.পি ব্রিকসকে ৫লাখ ও এস.এ.আর ব্রিকস ইট ভাটার মালিককে-৬লাখ জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক রফিকুল ইসলাম ও পরিদর্শক বোরহান উদ্দিন।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …