নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরের গুরুদাসপুরে আগুন কেড়ে নিলো ৫০ বছরের সাজানো সংসার

নাটোরের গুরুদাসপুরে আগুন কেড়ে নিলো ৫০ বছরের সাজানো সংসার

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের ধানুরা গ্রামের আবুল কালামের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় ঘরবাড়ি পুড়ে গেছে। শনিবার আনুমানিক দুপুর ২টার দিকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নিকটস্থ বনপাড়া ফায়ার সার্ফিসের ১টি ইউনিটসহ এলাকাবাসীর চেষ্টায় আগুন নির্বাপন করা হয়।

এসময় ঘরে থাকা প্রায় সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আবুল কালাম বলেন, হঠাৎ করে দ্রুত সময়ের মধ্যে ঘর বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যেই শেষ হয়ে গেলো তার তিলে তিলে গড়ে ওঠা ৫০ বছরের সাজানো সংসার। অগ্নিকান্ডে তার ঘরে থাকা নগদ ২লাখ ৪০ হাজার টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানান তিনি। তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে চাপিলা ইউপি চেয়ারম্যান মো. মাহাবুবুর ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদেরকে আর্থিক সহযোগিতা করার আশ্বাস দেন। এসময় স্থানীয় ইউপি সদস্য এরশাদ আলী উপস্থিত ছিলেন।

বনপাড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. আকরামুল হাসান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমান নিরূপণ ও আগুনের স‚ত্রপাত নিশ্চিত করা হবে।

আরও দেখুন

সিংড়ায় ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের ঈদ পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় সাবেক ও বর্তমান সাথী, সদস্য এবং দায়িত্বশীলদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। …