রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরের গুরুদাসপুরে অবরোধ বিরোধী লাঠি বৈঠা মোটরসাইকেল শোভাযাত্রা ও অবস্থান কর্মসুচী

নাটোরের গুরুদাসপুরে অবরোধ বিরোধী লাঠি বৈঠা মোটরসাইকেল শোভাযাত্রা ও অবস্থান কর্মসুচী

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:

বিএনপি’র ডাকা তৃতীয় দফা অবরোধের প্রতিবাদে লাঠি বৈঠা নিয়ে নাটোরের গুরুদাসপুরে মোটরসাইকেল শোভাযাত্রা ও বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে অবস্থান কর্মসূচী পালন করেছে নাটোর-৪(গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের আওয়ামী লীগের এমপি পদপ্রার্থী উপজেলা চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন। আজকেই কাক ডাকা ভোরে উপজেলার চাঁচকৈড় বাজারস্থ নিজ কার্যালয় হতে এই মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়।

পরে উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে অবস্থান নেয়। মহাসড়কে অবস্থান কালে বক্তব্যে এমপি পদপ্রার্থী উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন,অবরোধের ডাক দিয়ে রাজপথে বিএনপি’র নৈরাজ্য ও আগুন সন্ত্রাসী কার্যকলাপ প্রতিহত করতে লাঠি বৈঠা নিয়ে আমাদের অবস্থান অব্যাহত থাকবে। এসময় তাঁর সমর্থিত শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …