রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / Uncategorized / নাটোরের গুরুদাসপুরের কাছিকাটায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নাটোরের গুরুদাসপুরের কাছিকাটায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত


নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ

নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে হাবিবুর রহমান (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।নিহত হাবিবুর রহমান কাছিকাটা এলাকার ফরিদ মাস্টারের ছেলে।

শুক্রবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী বাস শিশির পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৮৪৭৮) বেপরোয়াগতিতে যাওয়ার পথে ওই মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

গুরুদাসপুর থানার ওসি মোজাহারুল ইসলাম জানিয়েছেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও দেখুন

১০ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে জিংক ধানের বীজ বিতরণ

 নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামসহ সাতটি উপজেলার ১০ হাজার ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত মানের …