নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরের একটি আম বাগান থেকে একরামুল হক নামে এক বৃদ্ধ ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১০টার দিকে উপজেলা ধারাবারিষা ইউনিয়নের সোনাবাজু গ্রামের আফছার উদ্দিনের আম বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত একরামুল হক ধীর্ঘ দিন ধরেই পরিবার নিয়ে উপজেলার চাঁচকৈড় মধ্যেপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান ও স্থানীয়রা জানান, বৃদ্ধ ভ্যান চালক একরামুল হক গতকাল বুধবার বিকেলে তার ধানের জমি দেখতে বাড়ী থেকে বের হয়। এরপর সে রাতে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন সহ স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধ্যান পায়নি। আজ বেলা ৭ টার দিকে স্থানীয়রা আম বাগানের মধ্যে এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরৎহাল প্রতিবেদন তৈরী করে। পরে ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হলে তারাও ঘটনাস্থলে পৌছে মরদেহের আশেপাশের আলামত সংগ্রহ করেন এবং মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। প্রাথমিক ভাবে পুলিশের ধারনা প্রচন্ড গরম সহ্য করতে না পেরে তিনি ভ্যানটি রেখে আম বাগানে বিশ্রাম নিতে গিয়ে হার্ট এটাকে তার মৃত্যু হয়েছে।
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরের গুরুদাসপুরের একটি আম বাগান থেকে এক বৃদ্ধ ভ্যান চালকের মরদেহ উদ্ধার
আরও দেখুন
নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …