সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের কুকুরদের প্রতি সহানুভূতি জানালেন ৫ বন্ধু

নাটোরের কুকুরদের প্রতি সহানুভূতি জানালেন ৫ বন্ধু

নিজস্ব প্রতিবেদকঃ
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধকল্পে চলমান পরিস্থিতিতে নাটোর শহরের অভুক্ত থাকা কয়েকশত কুকুরের প্রতি সহানুভূতি জানিয়ে পাঁচ বন্ধু ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন। শহরের মাদ্রাসামোড় এলাকার ক্ষুদ্র ব্যাবসায়ী বলরাম দাস, বিপ্লব দাস ও তাদের আরও তিন বন্ধু মিলে প্রতি রাতে ১০০ প্যাকেট খাবার রান্না করে কুকুরকে খাওয়ানোর উদ্যোগ নিয়ে প্রশংসার দাবীদার হয়েছেন। গত ৮ এপ্রিল বুধবার সন্ধ্যা থেকে নিয়মিত কুকুরের জন্য খাবারের ব্যবস্থা করছেন তাঁরা।

এ প্রসঙ্গে বলরাম দাস নারদ বার্তাকে জানান, ‘আমরা ৫ বন্ধু চিন্তা করে দেখেছি যে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন মানুষ নানানভাবে খাদ্যসামগ্রী পাচ্ছে। কিন্তু রাস্তার কুকুরগুলোর খাবার ঠিকমতো জোগাড় হচ্ছেনা। তাই আমরা ৫জন মিলে একটা ছোট্ট ফাণ্ড করে প্রতি রাতে ১০০ প্যাকেট খাবার রান্না করি। মুরগীর মাংস, আলু, ডাল আর চাল দিয়ে রান্না করা খিচুড়ির এই প্যাকেটগুলো আমরা একটা ভ্যানে করে রাতের বেলা ঘুরে ঘুরে কুকুরকে খাওয়াই।’

স্বল্প বাজেটে শহরের সব কুকুরকে খাওয়াতে না পারার আক্ষেপ করে বলরাম জানিয়েছেন, শহরের বিত্তশালী ব্যক্তিরাও যদি এলাকাভিত্তিক দায়িত্ব নেন তাহলে রাস্তার কুকুর, বিড়ালগুলো নিয়মিত খাবার পাবে। এতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে বলে তাদের ধারণা।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …