সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জনদুর্ভোগ / নাটোরের কালেক্টরেট কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতি

নাটোরের কালেক্টরেট কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের কালেক্টরেট কর্মচারীদের পূর্ণ দিবস কর্ম বিরতি চলছে। সোমবার সকাল দশটা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে সমবেত হয়ে এই কর্মবিরতি শুরু করেন তারা। পদবী পরিবর্তন ও বেতন কোড উন্নীত করণের দাবিতে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার(ভূমি) এর কার্যালয়ের কর্মচারীদের আহ্বানে এই কর্ম বিরতি পালন করা হচ্ছে।

এবছরের শুরু থেকেই তারা দাবি বাস্তবায়নের জন্যে প্রথমে এক ঘণ্টা, অর্ধ-দিবস এবং পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করে আসছেন। এতে বক্তব্য রাখেন সভাপতি আসাদ আলী মোল্লা সাধারন সম্পাদক রথীন চন্দ্র মন্ডল সহ কালেক্টরেটের সকল কর্মচারীবৃন্দ। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচী চালু থাকবে বলে জানান তারা।

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …