নিজস্ব প্রতিবেদক,,,,,,, আলোচনা ও কেক কাটার মধ্যে দিয়ে নাটোরের কালবেলার সাফল্য দুই বছর পূর্তির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর বুধবার রাতে নাটোর প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাটোর প্রেসক্লাবের সভাপতি ফরাজি রফিক আহমেদ বাবন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত পুলিশ সুপার মারুফাত হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রওশন আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট নাজমুল হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ভোরের কাগজের নাটোর প্রতিনিধি রণেন রায়, সাবেক সভাপতি ও বিটিভির নাটোর প্রতিনিধি জালাল উদ্দিন, এন টিভির সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট হালিম খান প্রমূখ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কালবেলা নাটোর প্রতিনিধি পরিতোষ কুমার অধিকারী। আলোচনায় প্রধান অতিথি সহ বিশেষ অতিথি বৃন্দ কালবেলা এত দ্রুত শীর্ষে যাওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, কালবেলা শুধু একটি পত্রিকা নয়, এটি একটি টেলিভিশনের ভূমিকা পালন করে। সবার আগে সব খবর দেখার জন্য এখন কালবেলা কি প্রথম পছন্দ হিসেবে নিয়েছে মানুষ। তারা কালবেলার উত্তরোত্তর আরো সাফল্য কামনা করেন। আলোচনার শেষে কালবেলা’র সাফল্যের দুই বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয়। এই অনুষ্ঠানে লালপুর উপজেলা প্রতিনিধি আল আমিন সজল বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি আশিকুর রহমান এবং সিংড়া উপজেলা প্রতিনিধি রবিন খান সহ প্রেসক্লাবের ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও দেখুন
লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …