রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরের কলা চাষী কালাম হত্যার মূল অভিযুক্তক গ্রেপ্তার

নাটোরের কলা চাষী কালাম হত্যার মূল অভিযুক্তক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের কলা চাষী কালাম হত্যার মূল অভিযুক্ত কামাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ৩০ জুলাই রোববার দুপুর ২ টার দিকে ময়মনসিংহ শহরের মেছোহাটা আমের আড়ত থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক জামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশের একটি দল ময়মনসিংহ শহরে মেছো হাটা আমের আড়তে অভিযান পরিচালনা করে। সেখানে পরিচয় গোপন করে ব্যবসায়ী হিসেবে কাজে নিয়োজিত থাকা অবস্থায় কামাল হোসেনকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, চলতি মাসের ১২ জুলাই নাটোর সদর উপজেলার কাফুরিয়া পশ্চিমপাড়া এলাকার কলা চাষী কালামকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর ওইদিনই নিহত কালামের ভাইয়ের ছেলে বাদী হয়ে প্রধান অভিযুক্ত কামাল হোসেন সহ ছয় জনের বিরুদ্ধে নাটোর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এরপর থেকেই কালাম আত্মগোপনে চলে যায়।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …