নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর থেকে করোনা পরীক্ষার জন্য পাঠানো ৫৯ টি নমুনার মধ্যে মাত্র ২৩টির ফলাফল পাওয়া গেছে। বাকী ২৬টির ফলাফল এখনো পাওয়া যায়নি। সোমবার দুপুরে গুরুদাসপুরের এগারো এবং সদরের চার জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে। সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায় গত বুধবার পর্যন্ত পাঠানো নমুনার ২১টির ফলাফল পাওয়া গিয়েছিল। এরপর বৃহস্পতিবারে পাঠানো ৫টির মধ্যে আমাদের হাতে গতকাল মাত্র দুটির ফলাফল পাওয়া গেছে। এনিয়ে মোট ২৩টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এগুলো নেগেটিভ, তবে বৃহস্পতিবারের ৩টি সহ শনি ও রবিবার পাঠানো ২৬টি নমুনার ফলাফল এখনো পাওয়া যায়নি।
নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান বলেন, প্রাপ্ত ফলাফলে এখন পর্যন্ত আমরা ভাল আছি। বাকী ২৬টির ফলাফল পেতে দেরী কেন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটাতো আমি বলতে পারিনা, তবে ফলাফল পাওয়া মাত্র আপনাদের জানিয়ে দিব।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …