বৃহস্পতিবার , এপ্রিল ২৫ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নাটোরের করোনা আপডেট, পরীক্ষার করা ৭০টি নমুনার মধ্যে ৪৬ টির ফলাফল নেগেটিভ

নাটোরের করোনা আপডেট, পরীক্ষার করা ৭০টি নমুনার মধ্যে ৪৬ টির ফলাফল নেগেটিভ

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর থেকে করোনা পরীক্ষার জন্য পাঠানো ৭০ টি নমুনার মধ্যে মাত্র ৪৬টির ফলাফল পাওয়া গেছে।
বাকী ২৪টির ফলাফল এখনো পাওয়া যায়নি। সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায় গত বুধবার পর্যন্ত পাঠানো নমুনার ২১টির ফলাফল পাওয়া গিয়েছিল। মঙ্গলবার দুপুরে ২০টির ফলাফল পাওয়া গেছে। এগুলো নেগেটিভ।

তবে শনি রবি ও সোমবার পাঠানো ২৪টি নমুনার ফলাফল এখনো পাওয়া যায়নি। মঙ্গলবার ২৪ নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে এর মধ্যে সিংড়া ৭ নাটোর সদর ২ বড়াইগ্রাম ১১ এবং বাগাতিপাড়া ২ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে।

নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান বলেন, প্রাপ্ত ফলাফলে এখন পর্যন্ত আমরা ভাল আছি। বাকী ২৩টির ফলাফল পেতে দেরী কেন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজশাহী একটি মাত্র ল্যাবে ৮টি জেলার নমুনা পরীক্ষা করতে হচ্ছে। সীমিত লোকজন দিয়ে কার্যক্রম অব্যাহত রাখায় কিছুটা সমস্যা হচ্ছে। তবে রাজশাহীতে আরেকটি ল্যাব স্থাপন করা হচ্ছে। দু’একদিনের মধ্যে এসমস্যা থাকবে না। তিনি বলেন ফলাফল পাওয়া মাত্র আপনাদের জানিয়ে দিব। তিনি সকলকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্য বিধি মেনে চলতে অনুরোধ জানান।

আরও দেখুন

আগামী বর্ষাকে সামনে রেখে রাজশাহী মহানগরীর ওয়ার্ড ও কেন্দ্রীয় পর্যায়ের সকল ড্রেন পরিস্কার কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: আগামী বর্ষাকে সামনে রেখে ভবিষ্যৎ জলাবদ্ধতা নিরসনে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক রাজশাহী মহানগরীর …