শুক্রবার , এপ্রিল ১১ ২০২৫
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নাটোরের কওমী মাদ্রাসার এতিমদের জন্য বিশেষ অনুদান দিলেন প্রধানমন্ত্রী

নাটোরের কওমী মাদ্রাসার এতিমদের জন্য বিশেষ অনুদান দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাটোর জেলার কওমী মাদ্রাসার এতিম, দুঃস্থ ও অসহায় শিক্ষার্থীদের জন্য বিশেষ অর্থ বরাদ্দ করেছেন। শনিবার রাত ১০টার পরে নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ তাঁর ফেসবুক টাইমলাইনে এ সংক্রান্ত একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নাটোরবাসীকে জানিয়েছেন।

জেলা প্রশাসক তাঁর ফেসবুক টাইমলাইনে উল্লেখ করেছেন,
মাননীয় প্রধানমন্ত্রী নাটোর জেলার কওমী মাদ্রাসার এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের মধ্যে ৯১০০০০/ টাকা অনুদান প্রদান করেছেন।

এই ৯ লক্ষ দশ হাজার টাকা নাটোর জেলার সকল কওমী মাদ্রাসার এতিম শিশুদের জন্য প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা প্রশাসকের এই পোস্টে প্রধানমন্ত্রীর এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নাটোরবাসী। অনেকেই তাদের মন্তব্যে প্রধানমন্ত্রীকে ‘মানবতার মা’ উল্লেখ করে কেউ কেউ লিখেছেন, কওমী মাদ্রাসার শিক্ষার্থী- যাদের পিতা-মাতা নাই তাদের কথা মাথায় রেখে এতো বড় সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য বিশেষ করে নাটোরবাসীর প্রতি খেয়াল রাখার জন্য প্রধানমন্ত্রী অবশ্যই অভিনন্দন পাওয়ার যোগ্য।

আরও দেখুন

৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন দুলু

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, বাগাতিপাড়ায় ৫২ বছর বয়সে এবারের চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ইউপি সদস্য …