রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নাটোরের কওমী মাদ্রাসার এতিমদের জন্য বিশেষ অনুদান দিলেন প্রধানমন্ত্রী

নাটোরের কওমী মাদ্রাসার এতিমদের জন্য বিশেষ অনুদান দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাটোর জেলার কওমী মাদ্রাসার এতিম, দুঃস্থ ও অসহায় শিক্ষার্থীদের জন্য বিশেষ অর্থ বরাদ্দ করেছেন। শনিবার রাত ১০টার পরে নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ তাঁর ফেসবুক টাইমলাইনে এ সংক্রান্ত একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নাটোরবাসীকে জানিয়েছেন।

জেলা প্রশাসক তাঁর ফেসবুক টাইমলাইনে উল্লেখ করেছেন,
মাননীয় প্রধানমন্ত্রী নাটোর জেলার কওমী মাদ্রাসার এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের মধ্যে ৯১০০০০/ টাকা অনুদান প্রদান করেছেন।

এই ৯ লক্ষ দশ হাজার টাকা নাটোর জেলার সকল কওমী মাদ্রাসার এতিম শিশুদের জন্য প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা প্রশাসকের এই পোস্টে প্রধানমন্ত্রীর এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নাটোরবাসী। অনেকেই তাদের মন্তব্যে প্রধানমন্ত্রীকে ‘মানবতার মা’ উল্লেখ করে কেউ কেউ লিখেছেন, কওমী মাদ্রাসার শিক্ষার্থী- যাদের পিতা-মাতা নাই তাদের কথা মাথায় রেখে এতো বড় সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য বিশেষ করে নাটোরবাসীর প্রতি খেয়াল রাখার জন্য প্রধানমন্ত্রী অবশ্যই অভিনন্দন পাওয়ার যোগ্য।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …